Bangladesh

সরকার পচে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় এক আলাচনা সভায় বক্তব্য দেন। ছবি : ইটিডি

বর্তমান সরকারকে নিয়ে কথা বলতে ভালো লাগে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, এরা পঁচে গেছে, একেবারে দুর্গন্ধ যুক্ত হয়ে গেছে। তারা মুখে যতই কথা বলুক, যাই করুক, আসলে এদের কোনো অস্তিত্ব নেই। তার প্রমাণ এক এক করে বের হচ্ছে সব জায়গায়। আজ মঙ্গলবার (২৮ মে) রাজধানীর সেগুনবাগিচায় এক আলাচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা দল।

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ কার সৃষ্টি প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ, যার আজকে হাজার-হাজার কোটি টাকার দুর্নীতির কথা বের হচ্ছে। এরা সরকারের সৃষ্টি। এর জন্য প্রধানমন্ত্রীর পদত্যাগ করা দরকার। আজকে চারদিকে তাকিয়ে দেখেন, শুধু তাদের দুর্নীতি আর দুর্নীতি। শুধু ঢাকাতে নয়, জেলাশহরগুলোতেও দুর্নীতি আর দুর্নীতি। সব জায়গায় একই অবস্থা। তখাকথিত ডামি নির্বাচনে নির্বাচিত এমপিরা দুর্নীতিতে নিমজ্জিত। এক সাবেক ভূমিপ্রতিমন্ত্রীর বিদেশে ৩৬৫টি বাড়ি।



সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, ফজলুর রহমান, যুগ্ম মহামচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button