Bangladesh

সুনামগঞ্জে পল্লী বিদ্যুতের লরি-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটি বোঝাই লরির সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। শনিবার (২৫ মে) বিকেল ৫টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর এলাকার স্বাধীনবাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিশ্বম্ভপুর থেকে সুনামগঞ্জমুখী একটি সিএনজি অটোরিকশা স্বাধীনবাজারের কাছে এলে বিপরীতমুখী একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। আহত আরেক মহিলা ও শিশু যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় এবং যান চলাচল স্বাভাবিক করে।

উল্লেখ্য, সুনামগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের মোবাইল ফোনে কারও নাম্বার না থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

/ইটিডি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button