Bangladesh

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে বৃষ্টি

সমুদ্রের গভীর নিম্নচাপটি শনিবার (২৫ মে) সন্ধ্যায় ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে এগিয়ে আসছে। রোববার (২৬ মে) ভোর নাগাদ ঘূর্ণিঝড়ের অগ্রভাগ উপকূলে আঘাত হানতে শুরু করবে।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঢাকার বিভিন্ন এলাকায় সন্ধ্যা থেকে বৃষ্টি ঝরেছে বলে জানা গেছে। ফাইল ছবি

মহানগর ডেস্ক

১ মিনিটে পড়ুন

এদিকে আবহাওয়া দফতর আগেই বলেছিল ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায়  ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।  

এ অবস্থায় সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি ঝরেছে। সন্ধ্যা ৭টার পর বাড্ডা, ভাটারা, বারিধারা, গুলশান-২, বনানী ও শ্যামলী এলাকায় বৃষ্টি এবং আশপাশের বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির খবর পাওয়া গেছে।

এদিকে আবহাওয়া দফতর বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠী, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।



এছাড়া ঢাকাসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতিভারী (২৮৯ মিমি) বর্ষণ হতে পারে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button