গোসকে ফিরিয়ে সাকিবের ৭০০
৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৫ রান করে ফেলেছিল যুক্তরাষ্ট্র। সাকিব আল হাসান ভাঙেন তাদের উদ্বোধনী জুটি। নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে তিনি আন্দ্রিস গোসকে সৌম্য সরকারের ক্যাচ বানান।
১৭তম ক্রিকেটার হিসেবে ৭০০ উইকেট নিয়েছেন সাকিব। ফাইল ছবি
খেলার সময়
১ মিনিটে পড়ুন
দেশের জার্সিতে তিন ফরম্যাটে এটা সাকিবের ৭০০তম উইকেট। এ ম্যাচ খেলতে নামার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার উইকেটসংখ্যা ছিল ১৪৫। টেস্টে ২৩৭টি ও ওয়ানডেতে ৩১৭ উইকেট নিয়েছেন তিনি।
তিন ফরম্যাটে সাকিবের চেয়ে বেশি উইকেট আছে আর মাত্র ১৬ জনের। ১৩৪৭ উইকেট নিয়ে এই তালিকায় সবার শীর্ষে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। সাকিবের নিচে আছেন ডেল স্টেইন, কপিল দেব, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্টদের মতো তারকারা।
সাকিবের পরে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমানও। প্রথম ওভার করতে এসে কোনো রান না দিয়েই শায়ান জাহাঙ্গিরকে তুলে নেন তিনি। জাহাঙ্গির ২০ বলে করেন ১৮ রান। গোস ১৫ বলে করেছিলেন ২৭ রান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৮ রান নিয়ে ব্যাট করছে যুক্তরাষ্ট্র। ২ রান নিয়ে নিতিশ কুমার ও ১ রান নিয়ে ক্রিজে রয়েছেন মিলিন্দ কুমার।
ইটিডি